Wellcome to National Portal
Main Comtent Skiped

Background

২০২১ সালে শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা হতে ১ কিমি দক্ষিণে রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলি (গণকবরস্থান) শেখ ফজিলাতুন্নেছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমান ক্যাম্পাসটি প্রায় ১.৫ একর জমির উপর অবস্থিত। সাধারণ ও কারিগরি শিক্ষার সমন্বয়ে তৎকালীন সরকার ১৯৯৫ সালে এসএসসি(ভোকেশনাল) ও ১৯৯৭ সালে এইচএসসি(ভোকেশনাল) কোর্সে ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটে কার্যক্রম চালু করে। উক্ত কোর্সের উদ্দেশ্য ছিল অল্প শিক্ষিত ও বেকার যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করে কর্মে নিয়োজিত করা। পূর্ববর্তী ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটকে ২০০৩ সালের শেষের দিকে শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নামকরণ করা হয়। গ্রাম ও শহরে ছেলে-মেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য বর্তমান সরকার ২০২১ সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রি-ভোকেশনাল কোর্স চালু করে। সরকারের অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটি উপজেলায় ০১ টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ(টিএসসি) নির্মাণের লক্ষ্যে গৃহিত প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১০০ টি এবং দ্বিতীয় ধাপে ৩২৯ টি টিএসসি নির্মাণ প্রক্রিয়া চলমান। প্রথম ধাপের ১০০ টি টিএসসির মধ্যে শেখ ফজিলাতুন্নেছা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ একটি। ২০২১ সালে প্রথম ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয় । ২০২২ সালে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রি-ভোকেশনাল, ৯ম ও ১০ম শ্রেণি নিয়ে এসএসসি(ভোকেশনাল) কার্যক্রম পরিচালিত হয়।এছাড়াও ২০২৩ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণি নিয়ে এইচএসসি(ভোকেশনাল) শিক্ষাক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় পাঠদান শুরু হয়।